Terms and Conditions
Please read these terms and conditions carefully before using our website and services. By accessing or using Getly, you agree to be bound by these terms.
Introduction
Getly তে আপনাকে স্বাগতম। আপনি এই ওয়েবসাইটের সকল টার্মস এবং কন্ডিশনস মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন বলে আমরা ধরে নিচ্ছি। এই ওয়েবসাইটে ব্যবহৃত "আমরা", "আমাদের" বলতে মূলত "Getly" কর্তৃপক্ষকে বুঝানো হয়েছে। আপনার যদি কোনো টার্মস এবং কন্ডিশনস বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাদের ইমেইল অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। টার্মস এবং কন্ডিশনসের ব্যাপারে "Getly" কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং যেকোনো সময় তা পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।
অ্যাকাউন্ট নিরাপত্তা
আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে সাসপেন্ড বা টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।
ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন
কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিত যেকোনো প্রজেক্ট ফাইল, অ্যাসাইনমেন্ট সল্যুশন, ডকুমেন্টেশন, নোট, প্র্যাকটিক্যাল গাইড বা অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালসের ডিস্ট্রিবিউশন, কপি বা শেয়ার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সততা লঙ্ঘন করতে পারে এবং সকলকে ক্ষতিগ্রস্ত করে। আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সচেতন থাকবেন।
কপিরাইট ও আইনি সুরক্ষা
Getly থেকে প্রাপ্ত কোনো প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ডকুমেন্টেশন, নোট, প্র্যাকটিক্যাল বা স্টাডি সামগ্রী অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে শেয়ার, বিক্রি বা আদান-প্রদান করা আইনত দন্ডনীয়। গুগল ড্রাইভ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, পেনড্রাইভ বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করলে "Getly" টিম বা এর আইনানুগ প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, ২০০৫ সংশোধনী (সেকশন ৮৪), ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
ব্যবহারকারী আচরণ
অনুগ্রহ করে "Getly" সাপোর্ট চ্যাট, গ্রুপ চ্যাট, ফেসবুক গ্রুপ, কমেন্ট, ফোরাম বা পেজে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক আলোচনা, হিংসাত্মক বা অশালীন ভাষা থেকে বিরত থাকুন। এরকম আচরণের জন্য আপনাকে মিউট/রিমুভ করা হবে এবং পুনরাবৃত্তি হলে অ্যাকাউন্ট টার্মিনেট করা হতে পারে।
সার্ভিস অর্ডার
সার্ভিস অর্ডার করার পূর্বে সার্ভিস ডিটেইলস, স্কোপ, ডেলিভারি টাইম এবং প্রাইসিং ভালোভাবে যাচাই করে নিন। অর্ডার কনফার্ম হওয়ার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। সার্ভিস কাস্টমাইজেশনের জন্য সাপোর্ট চ্যাট, ইমেইল বা ফেসবুক পেজে যোগাযোগ করুন।
অ্যাকাউন্ট ট্রান্সফার
সার্ভিস চলাকালীন সময়ে অন্য ইমেইল বা অ্যাকাউন্টে ট্রান্সফার সম্ভব নয়। অর্ডার প্লেস করার পূর্বে রেজিস্ট্রেশন তথ্য সঠিকভাবে দিন; কাজ শুরু হওয়ার পর পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
রেফারেন্স ম্যাটেরিয়াল
সার্ভিসের অংশ হিসেবে প্রদত্ত ওয়েবসাইট লিঙ্ক, রেফারেন্স ম্যাটেরিয়াল, টুলস বা গাইড কেবল আপনার ব্যক্তিগত অনুশীলন ও শিক্ষার জন্য। এগুলো পাবলিকলি শেয়ার বা বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ।
স্প্যামিং নিষিদ্ধ
গ্রুপ চ্যাট, ফেসবুক গ্রুপ, কমেন্ট বা ফোরামে কোনো প্রকার প্রমোশনাল পোস্ট, স্প্যাম, লিঙ্ক শেয়ার বা অপ্রাসঙ্গিক কনটেন্ট থেকে বিরত থাকুন। এরকম কাজের জন্য মিউট/রিমুভ করা হবে এবং পুনরাবৃত্তিতে অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে।
পেমেন্ট পলিসি
সকল পেমেন্ট সংক্রান্ত সিদ্ধান্ত "Getly" কর্তৃপক্ষের। পেমেন্টের পূর্বে সার্ভিসের মূল্য, পেমেন্ট মাধ্যম (বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, SSL Commerce) ভালোভাবে যাচাই করুন। পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য সাপোর্ট চ্যাট, ইমেইল বা ফেসবুক পেজে যোগাযোগ করুন।
Agreement
আশা করছি, উপরের টার্মস এবং কন্ডিশনস মেনে চলবেন এবং Getly থেকে সর্বোচ্চ সুবিধা নিয়ে আপনার একাডেমিক যাত্রা সফল করবেন।
Last updated: December 2025